
আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন হাওড় বেষ্ঠিত এলাকার ৯নং কুলঞ্জ ইউনিয়নে্র টংগর গ্রামে অবস্থিত । অত্র বিদ্যালয়টি স্থাপতি হয় ০১/০১/২০০০ সনে। অত্র বিদ্যালয়টিতে ২০০৩ সনে প্রধান শিক্ষক পদে যোগদান করি। আমি আমার মেধা, পরিশ্রম, ত্যাগ করে অর্পিত দায়িত্ব অদ্যবদি পর্যন্ত যথাযথ ভাবে পালন করে আসছি । পরম করুনাময়ের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যেন, আল্লাহতালা ভাল রাখেন এবং আল্লাহতালা্ উনাদের দানকে কবুল করেন। এবং অত্র বিদ্যালয়টিকে কলেজে উন্নতি করার ইচ্ছা আমাদের সকলের মধ্যে আছে। আমি অত্র বিদ্যালয়টির উন্নতি কামনা করি।