
আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে টংগর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ০১/০১/২০০০ ইং সনে স্থাপিত হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জনাব আলহাজ্ব মাসুক মিয়া সাহেব এবং বর্তমানে প্রতিষ্ঠাতা জনাব কুটি মিয়া শাহ আদিল সাহেব এবং প্রতিষ্ঠা লগ্ন হতে অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার মাধ্যমে অত্র বিদ্যালয়টি উন্নতি লাভ করে। দাতা জনাব মোতাহির মিয়া সাহেব উক্ত ব্যক্তি দ্বয়ের অক্লান্ত প্রচেষ্টা ও তাদের দানে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১ম প্রতিষ্ঠাতা জমি দান করেন মুক্ত হস্তে,২য় প্রতিষ্ঠাতা প্রায় কোটি টাকা ব্যয় করেন অত্র প্রতিষ্ঠানের জন্য। অত্র বিদ্যালয়টি -২০১০ সনে নিম্ন মাধ্যমিক স্তর প্রথম এম পি ও হয়। তারপর ২০২০ইং সনে মাধ্যমিক স্তর এম পি ও ভূক্ত হয়, প্রতিষ্ঠাতা ও দাতা গনের ইচ্ছায় অত্র বিদ্যালয়টি কলেজে উন্নতি করার ইচ্ছা আছে।